পিতা-মাতার সাথে ‘উফ’ শব্দটিও করো নাএর অর্থ কী?

পিতা-মাতার সাথে ‘উফ’ শব্দটিও করো নাএর অর্থ কী?
Moderator Avatar

প্রশ্ন: সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে পিতা-মাতা বার্ধক্যে উপনীত হওয়ার পর তাদের সাথে কথা বলার সময় ‘উফ’ শব্দটিও সন্তানরা যেন না করে। পিতা-মাতা কোনো ভুল কাজ করার পর সন্তান যখন বলে এটি ভুল কাজ। তখন দলিল হিসেবে তারা বনী ইসরাঈলের উক্ত আয়াত পেশ করে থাকে। এই আয়াতে আল্লাহ মূলত কী বলতে চেয়েছেন?

উত্তর: এই ‘উফ’ শব্দটি আমরা যেভাবে আমাদের ভাষায় ব্যবহার করি; আরবি ভাষায় তা অন্যভাবে ব্যবহৃত হয়। আমরা আফসোস প্রকাশ করতে ‘উফ’ শব্দটি ব্যবহার করি। তবে আরবি ভাষায় ‘উফ’ শব্দটি বিরক্তি প্রকাশ অর্থে ব্যবহৃত হয়। যেমন আপনার মা অথবা বাবা আপনাকে বলল, ‘‘আমি তোমাকে একটি কথা বলেছি তুমি জবাব দাও নি’’ এর প্রত্যুত্তরে আপনি বিরক্তি প্রকাশ করে বললেন ‘উফ’।

অর্থাৎ আপনি আপনার পিতা-মাতার কথায় অসন্তুষ্ট হয়ে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। কুরআনে এটি নিষেধ করা হয়েছে। পিতা-মাতার ভুল আদেশ বা উপদেশ আমরা গ্রহণ করবো না। তাদের সাথে ভদ্রভাবে দ্বিমত পোষণ করার ক্ষেত্রে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তাদের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। এমনকি তারা যদি শিরক করে; যা সব থেকে বড় গুনাহ, তার পরেও তাদের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে।

(উস্তাদ জাভেদ আহমেদ গামিদির লেকচারের আলোকে)
অনুবাদ: আল মানার ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *