মঞ্জুর এলাহী

মঞ্জুর এলাহী
Moderator Avatar

মঞ্জুর এলাহী ময়মনসিংহ জেলায় ১৯৮৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা বাংলাদেশ বিমান বাহিনীতে শিক্ষা প্রশিক্ষক হিসেবে কর্মরত থাকায় চট্টগ্রামেই তার বেড়ে উঠা। ছোটবেলা থেকেই তার ধার্মিক পরিবেশে বড় হওয়া এবং এ কারণে তার মাঝে ইসলামের প্রতি আগ্রহ শুরু থেকেই ছিলো।

বি.এ.এফ. শাহীন স্কুল ও কলেজ  থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ. সমাপ্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থাকাকালে পবিত্র কুরআনের ভাষা শিক্ষার মাধ্যমে  শুরু হয় তার পথ-পরিক্রমা। কর্মজীবনের শুরুতে তিনি দেশে অবস্থান করলেও পরবর্তীতে তিনি স্ত্রীসহ অস্ট্রেলিয়াতে পাড়ি জমান।

২০১১ খ্রিস্টাব্দে তিনি কর্মসূত্রে অস্ট্রেলিয়ার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন অধিদপ্তরে যোগদান করেন, অতঃপর কাজ করেছেন নিরীক্ষা অধিদপ্তর ও আয়কর অধিদপ্তরে। চাকুরীর ফাকে সমাপ্ত করেছেন অস্ট্রেলীয় সি.পি.এ. ডিগ্রি। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক।

ইসলামি কর্ম তৎপরতা:

আরবি ভাষা শিক্ষার সূচনা বাংলাদেশে হলেও অস্ট্রেলিয়া অভিবাসনের পর তিনি আরবি ভাষা ও ব্যাকরণ নিয়ে উস্তাদ নোমান আলী খানের তৈরিকৃত বাইয়েনাহ ড্রিম কারিকুলাম সফলভবে সমাপ্ত করেন। অস্ট্রেলিয়াতে মসজিদভিত্তিক ইসলামি দাওয়াতি কর্মকাণ্ডে তিনি বেশ তৎপর এবং বর্তমানে তিনি আরবি ব্যাকরণ ও কুরআন শিক্ষা কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। মূলত এভাবে তিনি তার পরিমণ্ডলে বেশ কয়েকজন শুভানুধ্যায়ী তৈরি করতে পেরেছেন, যারা কুরআন ও সুন্নাহ-কেন্দ্রীক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত।

তিনি আল মানার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য। বুদ্ধিবৃত্তিভাবে ইসলামকে অধ্যয়ন এবং কেবল কুরআন, সুন্নাত ও বিশুদ্ধ হাদিসের আলোকে বাংলা ভাষাভাষীগণের নিকট ইসলামের বাণী প্রচার ও প্রচারের ব্রত নিয়ে কয়েকজন যুবক ও চিন্তাবিদের সমন্বয়ে গঠিত এ প্রতিষ্ঠান । তিনি এ প্রতিষ্ঠানকে নানাভাবে লজিস্টিক,  বুদ্ধিবৃত্তিক সাপোর্ট এবং সময়োপযোগী দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে উত্তরোত্তর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধ পরিকর । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *