কারণ এই পৃথিবী আল্লাহ মানুষের পরীক্ষার জন্য তৈরি করেছেন। এখানে পরীক্ষা স্বরূপ দুঃখ থাকবে, কষ্ট থাকবে। শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই মানুষ দুঃখ-কষ্টের মধ্যে পতিত হবে। এখানে প্রিয়জন হারানোর বেদনা থাকবে, থাকবে বিশ্বাস ভঙ্গের হতাশা। এ সব কিছু আল্লাহর পরীক্ষার অংশ। একজন মুমিন ব্যক্তির কর্তব্য দুঃখ-কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা।
অনেকে জিজ্ঞেস করে অন্তরের শান্তি কোথায় খুঁজে পাবো? উত্তরটা খুব সহজ, পৃথিবীতে অন্তরের শান্তি তালাশ করতে যাবেন না। অন্তরের শান্তি খুঁজতে যারা ধ্যান বা মোরাকাবায় বসে তারা মূলত আল্লাহর পরীক্ষার কেন্দ্র থেকে পলায়ন করার চেষ্টা করছে। যদিও তা সম্ভব নয়। পৃথিবীর দুঃখ-কষ্ট মানুষের জন্য আল্লাহর নেয়ামত। কারণ দুঃখ-কষ্ট ও সমস্যায় ঘেরা এই পথের শেষ প্রান্তে রয়েছে জান্নাত।
(উস্তাদ জাভেদ আহমেদ গামিদির লেকচারের আলোকে)
অনুবাদ: আল মানার ইনস্টিটিউট
Leave a Reply