তাগুত শব্দটি মূলত adjective বা বিশেষণ; এটি কোনো পরিভাষা নয়। যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, তাঁর বিরুদ্ধাচারণ করে এবং সীমালঙ্ঘন করে তাদেরকে তাগুত বলা হয়। এই শব্দটি শয়তান শব্দের সামর্থক শব্দ। কুরআনে ইবলিশ ছাড়াও ইসলাম বিদ্বেষী ইহুদি নেতাদের শয়তান বলা হয়েছে:
‘যখন তারা তাদের শয়তানদের সাথে একাকী মিলিত হয়… ‘ [সূরা বাকারা : ১৪]
সুতরাং তাগুত এবং শয়তান শব্দ দুটি একই অর্থে ব্যবহার হয়। উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে সে তা*গুত হিসেবে বিবেচিত হবে। হতে পারে সে ধর্মীয় আলেম, রাষ্ট্রের শাসক, বুদ্ধিজীবী কিংবা সাধারণ মানুষ অথবা জিন জাতির মধ্য থেকে কেউ।
(উস্তাদ জাভেদ আহমেদ গামিদির লেকচারের আলোকে)
অনুবাদ: আল মানার ইনস্টিটিউট
Leave a Reply