ইসলাম খুবই সিরিয়াস একটি ধর্ম। এটি আপনার কাছ থেকে সমগ্র জীবন যাপন পদ্ধতির পরিবর্তন দাবী করে। আল্লাহ তায়ালা যেমন বলেছেন:
উদখুলু ফিস সিলমি কা-ফফা। “তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো।” (০২:২০৮)
‘প্রবেশ করো’ বলা হলো কেন? এর অনেকগুলো ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো— যখন কোনো কিছুর ভেতরে প্রবেশ করেন আপনি সম্পুর্ণরূপে এর ভেতর নিমজ্জিত হয়ে যান। যেমন, কেউ যদি পানিতে ডুব দেয় সে চারপাশে শুধু পানিই দেখতে পায়।
ইসলাম আপনার সকল পাশে থাকার কথা। আপনি এর ভেতরে নিমজ্জিত। একেবারে ডুবে গেছেন। আল্লাহ যেমন অন্য এক আয়াতে বলেছেন— “(আমরা) আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রঙ অপেক্ষা আর কার রঙ উত্তম হবে? এবং আমরা তাঁরই ‘ইবাদাতকারী।” (০২:১৩৮)
আমরা ইসলামের ভেতর পুরোপুরি ডুবে আছি। আল্লাহর নিকট সম্পুর্ণরূপে আত্মসমর্পিত।
এ আয়াতে উল্লেখিত ‘সিল্ম’ এর আরেকটি অর্থ হলো প্রশান্তি। অর্থাৎ একমাত্র তখনই আপনি সত্যিকারের প্রশান্তি এবং নিরাপত্তা অনুভব করবেন যখন আপনি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবেন। যখন পুরোপুরি ইসলামের ভেতর ডুবে যাবেন।
উস্তাদ নুমান আলী খান
Leave a Reply