মহিউদ্দীন আহমাদ

মহিউদ্দীন আহমাদ
Moderator Avatar

লেখক, কলামিস্ট ও চিন্তাবিদ মহিউদ্দিন আহমেদ ২৫ আগস্ট ১৯৫১ খ্রিস্টাব্দে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার টরন্টো শহরে বাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে ১৯৭৩ খ্রিস্টাব্দে তিনি উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান এবং সেখানে লন্ডন স্কুল অফ ফরেইন ট্রেড ইন্সটিটিউট থেকে কমার্স এন্ড শিপিং-এ ডিপ্লোমা নিয়ে ১৯৭৮ খ্রিস্টাব্দে সৌদি বাদশা ফয়সাল বিন আবদুল আজিজের বাণিজ্যমন্ত্রী শেখ আহমেদ সালাহ জমজুমের প্রতিষ্ঠিত ‘জামজুম লিস সাইয়ারাত ও মোয়াদ্দাত’ কোম্পানিতে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করেন। সৌদি আরবে প্রায় ১৫ বছর কর্মজীবন শেষে ১৯৯২ খ্রিস্টাব্দে অভিবাসন নিয়ে তিনি কানাডায় গমন করেন। সেখানে তিনি তথ্য প্রযুক্তিতে অধ্যয়ন করে আইটি প্রফেশনে চাকরিরত থাকেন কম-বেশি ২০ বছর। এ চাকরির সুবাদে তিনি আমেরিকা ও কানাডার বড় বড় কোম্পানিতে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য CBC, BMO, RBC, WOW TECHNOLOGIES, USA ইত্যাদি। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনে অগ্রণী ভূমিকা রেখে চলছেন তার মধ্যে উল্লেখযোগ্য:

১) নিম্ন-আয়ের মানুষের চিকিৎসা সহায়তার জন্য প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা উদ্ভাবনী সেবা ও সহায়তা ICAS (Innovative care and support)  এর প্রতিষ্ঠাতা নির্বাহী ডাইরেক্টর। [ওয়েবসাইট www.icasupport.com]

২) সৌদি আরবের প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ১৯৮৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বাংলাদেশ এম্বাসি স্কুল (বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম)-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৮৮ খ্রিস্টাব্দে তিনি স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাহিত্য কর্ম:

মহিউদ্দিন আহমেদ একজন কলামিস্ট ও লেখক। তিনি সমাজ সংস্কার ও ধর্ম বিষয়ে  নিয়মিত লেখালেখি করছেন। ২০২১ খ্রিস্টাব্দে তার লেখা বই  ‘কেন প্রয়োজন ধর্ম চিন্তার পুনর্গঠন’ প্রকাশিত হয়। বাংলা ভাষায় ধর্মীয় চিন্তার পুনর্গঠন বিষয়ক সাহিত্যে এই বইটি একটি নতুন সংযোজন। বইটির ব্যাপারে ফরহাদ মাযহার, হাসান মাহমুদের মতো প্রখ্যাত ব্যক্তিবর্গ মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। বইটি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ইংরজি দৈনিক The Daily Star বইটির রিভিউ করেছে। বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে।

এছাড়াও  তিনি বিভিন্ন সামাজিক ও অনলাইন প্লাটফর্মের  আলোচনাসভা-সেমিনারে বক্তব্য রাখেন।  ইউটিউবে ‘জ্ঞানের অন্বেষণে’ নামে তার একটি চ্যানেল রয়েছে। যেখানে তিনি ইসলাম নিয়ে চিন্তার খোরাক জাগানো বিষয়ে আলাপ করেন।

তিনি আল মানার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য এবং সিনিয়র উপদেষ্টা। মূলত এ প্রতিষ্ঠানকে নানা পরামর্শ এবং দিক-নির্দেশনা দিয়ে তিনি সামনে এগিয়ে রাখায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *