মঞ্জুর এলাহী ময়মনসিংহ জেলায় ১৯৮৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা বাংলাদেশ বিমান বাহিনীতে শিক্ষা প্রশিক্ষক হিসেবে কর্মরত থাকায় চট্টগ্রামেই তার বেড়ে উঠা। ছোটবেলা থেকেই তার ধার্মিক পরিবেশে বড় হওয়া এবং এ কারণে তার মাঝে ইসলামের প্রতি আগ্রহ শুরু থেকেই ছিলো।
বি.এ.এফ. শাহীন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ. সমাপ্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থাকাকালে পবিত্র কুরআনের ভাষা শিক্ষার মাধ্যমে শুরু হয় তার পথ-পরিক্রমা। কর্মজীবনের শুরুতে তিনি দেশে অবস্থান করলেও পরবর্তীতে তিনি স্ত্রীসহ অস্ট্রেলিয়াতে পাড়ি জমান।
২০১১ খ্রিস্টাব্দে তিনি কর্মসূত্রে অস্ট্রেলিয়ার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন অধিদপ্তরে যোগদান করেন, অতঃপর কাজ করেছেন নিরীক্ষা অধিদপ্তর ও আয়কর অধিদপ্তরে। চাকুরীর ফাকে সমাপ্ত করেছেন অস্ট্রেলীয় সি.পি.এ. ডিগ্রি। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক।
ইসলামি কর্ম তৎপরতা:
আরবি ভাষা শিক্ষার সূচনা বাংলাদেশে হলেও অস্ট্রেলিয়া অভিবাসনের পর তিনি আরবি ভাষা ও ব্যাকরণ নিয়ে উস্তাদ নোমান আলী খানের তৈরিকৃত বাইয়েনাহ ড্রিম কারিকুলাম সফলভবে সমাপ্ত করেন। অস্ট্রেলিয়াতে মসজিদভিত্তিক ইসলামি দাওয়াতি কর্মকাণ্ডে তিনি বেশ তৎপর এবং বর্তমানে তিনি আরবি ব্যাকরণ ও কুরআন শিক্ষা কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। মূলত এভাবে তিনি তার পরিমণ্ডলে বেশ কয়েকজন শুভানুধ্যায়ী তৈরি করতে পেরেছেন, যারা কুরআন ও সুন্নাহ-কেন্দ্রীক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত।
তিনি আল মানার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য। বুদ্ধিবৃত্তিভাবে ইসলামকে অধ্যয়ন এবং কেবল কুরআন, সুন্নাত ও বিশুদ্ধ হাদিসের আলোকে বাংলা ভাষাভাষীগণের নিকট ইসলামের বাণী প্রচার ও প্রচারের ব্রত নিয়ে কয়েকজন যুবক ও চিন্তাবিদের সমন্বয়ে গঠিত এ প্রতিষ্ঠান । তিনি এ প্রতিষ্ঠানকে নানাভাবে লজিস্টিক, বুদ্ধিবৃত্তিক সাপোর্ট এবং সময়োপযোগী দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে উত্তরোত্তর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধ পরিকর ।
Leave a Reply