যখন কোনো ইবাদাত স্রেফ অভ্যাসে পরিণত হয়, সে ইবাদাত আপনাকে যথাযথভাবে প্রভাবিত করতে পারবে না। যদি আপনি কোনো ইবাদাত, চিন্তা এবং নিয়ত সহ সচেতনভাবে সম্পাদন করেন, আর যদি জানেন এই ইবাদাতের উদ্দেশ্য কী, তাহলে সেই ইবাদাত আপনার উপর প্রভাব বিস্তার করবে।
এই কারণেই নিয়ত করা গুরুত্বপূর্ণ।
সচেতন চিন্তার মাধ্যমে নিয়ত করলে, আপনার মন ইবাদাতে উপস্থিত হবে। চিন্তাহীন অভ্যাসমূলক ইবাদাতের চক্র ভেঙ্গে দিতে হবে, কারণ মানুষ এক পর্যায়ে অভ্যাসের দাস হয়ে যায়। অভ্যাসের দাস হওয়া যাবে না। দাস হতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার।
এই জন্যই চিন্তা করা এত গুরুত্বপূর্ণ। চিন্তা সহকারে ইবাদাত করলে, সব কিছু জীবন্ত এবং সজীব হয়ে উঠবে। আর চিন্তাহীন ভাবে কাজ করলে ধর্ম মৃত, জীবনহীন সংস্কৃতি/কালচারে পরিণত হবে। করতে হবে বলে করছি এমন কালচারে। ইসলাম আল্লাহর দাসত্ব করতে শেখায়, সংস্কৃতি বা কালচারের পূজা নয়। আমরা যদি ইসলামকে সেই চিন্তাহীন অটোমেটিক কালচারই বানিয়ে ফেলি তাহলে সেটা আর আল্লাহর দাসত্ব রইলো না।
শায়খ আকরাম নদভী
Leave a Reply