অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ?

admin Avatar

আজকের যুগে পারফিউম আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। নামাজে যাওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া কিংবা সাধারণ সামাজিক মেলামেশায় সুগন্ধি ব্যবহার করা একটি সুন্দর অভ্যাস। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—পারফিউমে যদি অ্যালকোহল মিশ্রিত থাকে, তবে সেটি ব্যবহার করা কি শরিয়তের দৃষ্টিতে জায়েজ?

অ্যালকোহলের প্রকৃতি

ইসলামে যেটি হারাম, সেটি মূলত মাদক বা নেশাজাত অ্যালকোহল। কুরআন ও হাদিসে মদ বা মাদকজাত দ্রব্যকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সুগন্ধি বা ঔষধে ব্যবহৃত অ্যালকোহল ডিনেচার্ড অ্যালকোহল বা ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নামে পরিচিত, যা সরাসরি পান করা যায় না এবং মাদক হিসেবেও ব্যবহারযোগ্য নয়।

হারাম বস্তুর ব্যবহার

মলমূত্র ছাড়া খাওয়া বা পান করার জন্য যে বস্তুগুলো ইসলামে হারাম, সেগুলোকে অন্য কোনো উপায়ে ব্যবাহার করা ইসলামে হারাম নয়। ইবনে আব্বাস (রা.) এর একটি বর্ণনা অনুযায়ী, এই কথাটি স্বয়ং রাসুলুল্লাহ (স.) একবার স্পষ্টভাবে বর্ণনা করেছেন:

تُصُدِّقَ عَلَى مَوْلَاةِ لمَيْمُونَةَ بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَّا أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْدَبَغْتُمُوهُ فَانْتَفَعْتُمْ بِهِ فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ: إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا

“হজরত মায়মুনা (রা.)-এর এক দাসীকে একটি ছাগল সদকা করা হয়েছিল। এরপর সেটি মারা গেল। রাসুলুল্লাহ (স.) সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন: ‘তোমরা এর চামড়া কেন ওঠাওনি? প্রক্রিয়াকরণ করে তো এর চামড়া তোমরা কাজে লাগাতে পারতে।’ লোকেরা বলল: ‘এটা তো মৃত।’ তিনি বললেন: ‘মৃত প্রাণী শুধু খাওয়াটাই হারাম।’” মুসলিম, হাদিস নং ৮০৬)

সুতরাং অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ। এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।

লেখক: মাওলানা উমর ফারুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *