কেউ যদি আপনাকে গালমন্দ করে; এর জবাবে আপনি তাকে গালমন্দ করবেন না। অভদ্রতার জবাব কখনোই অভদ্রতার মাধ্যমে দেয়া সমীচীন নয়। কথার মাধ্যমেই আপনার চরিত্র এবং আপনি সঠিক শিক্ষা পেয়েছেন কিনা তা ফুটে ওঠে। কেউ গালমন্দ করলে তা সহ্য করা অপরাধ নয়। তবে গালির জবাবে গালি দেয়া ভুল কাজ। অসংখ্য মনীষী জীবদ্দশায় মানুষের গালমন্দ সহ্য করেছেন।
কেউ যদি আপনার সাথে অভদ্র আচরণ করে; এর জবাবে আপনি তার সাথে ভদ্র আচরণ করুন। আপনার ভালো ব্যবহারের মাধ্যমে তাকে ভালো কাজের শিক্ষা দিন। আপনি যদি মনে করেন কেউ আপনাকে গালমন্দ করলে এর জবাবে আপনি তাকে আরও বেশি গালমন্দ করবেন। কেউ যদি আপনার ক্ষতি করে এর জবাবে আপনি তার দ্বিগুণ ক্ষতি করবেন। তাহলে সাবধান হয়ে যান! আপনি (প্রতিশোধের নেশায়) নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।
মানুষের ভুল-ত্রুটি (অভদ্র ভাষায়) তুলে ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? উত্তম আচরণ এবং সঠিক যুক্তি ও দলিল-প্রমাণের মাধ্যমে অন্যের ভুল ধরিয়ে দিতে হবে। এরপরেও যদি মানুষ আপনার কথা না শোনে। তাহলে কুরআন আপনাকে যে শিক্ষা দিয়েছে তা অনুসরণ করুন। তাদেরকে সালাম দিয়ে নিজের পথে ছেড়ে দিন। উত্তম ব্যবহার এবং নৈতিকতা মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আপনি যদি কারো সাথে তর্কে-বিতর্কে হেরে যান; এতে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি উত্তম ব্যবহার, ভদ্রতা এবং নৈতিকতার ক্ষেত্রে হেরে যান; তাহলে আপনি চিরতরে হেরে গিয়েছেন। এ পরাজয়ের ক্ষতি পূরণ হওয়ার নয়।
(উস্তাদ জাভেদ আহমেদ গামিদির লেকচারের আলোকে)
অনুবাদ: আল মানার ইনস্টিটিউট
Leave a Reply