উত্তর: আপনার এটার জানার দরকার কী? কে সঠিক পথে আছে, কে গুমরাহের পথে আছে, এটা ঠিক করার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ কিয়ামতে সেটি করবেন। আপনার দায়িত্ব হলো আপনি নিজে কতটুকু হিদায়াতের ছায়াতলে আছেন সেটি জানার চেষ্টা করুন। তার জন্যে কোনো দলের খোঁজ করার দরকার নেই। আপনার কাছে মহাজ্ঞানের বার্তা পবিত্র কুরআন রয়েছে। এছাড়া কুরআনের তাফসিরের এত ভাল ভাল কাজ হচ্ছে যা আরবির চেয়ে কোনো অংশ কম নয়। সেগুলো দেখুন, নিজে পড়ুন। পড়তে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে একজন ভাল আলেমের পরামর্শ নিন। নামাজ, রোজা, হজ্ব জাকাত, চরিত্র ও শরীরের পবিত্রতা আনার চেষ্টা করা এগুলো মেনে চলুন । এর জন্যেই আপনাকে ইসলাম জানতে হবে। এর বাইরে কোন দল হিদায়াতের পথে আছে, কোন দল গোমরাহির পথে আছে, এই ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিন।
Leave a Reply