কবির হুমায়ুন ১৯৭৭ খ্রিস্টাব্দে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মাহমুদুর রহমান কামালী একজন আলেমে দ্বীন এবং তার পিতার কর্মজীবনের শুরুটা সরকারি চাকরি দিয়ে হলেও পরবর্তীতে তিনি ব্যবসায়ে জড়িয়ে পড়েন। তার দাদা ক্বারী আলহাজ মনহর আলী (রহ.) ছিলেন সিলেট জেলার অন্যতম প্রসিদ্ধ ক্বারী। ধর্ম সচেতন পরিবারে জন্মগ্রহণের সুবাদে কবির হুমায়ুন ছোটবেলা থেকেই ইসলামের প্রতি অত্যধিক আগ্রহী ছিলেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসা তামিরুল মিল্লাতে পড়াশুনা করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইসলাম নিয়ে তার রয়েছে ব্যাপক অধ্যয়ন। কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী। ১৯৯৬ খ্রিস্টাব্দে ব্যবসা মারফত মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান এবং বর্তমানে সেখানেই বসবাস করছেন। ২০০৪ খ্রিস্টাব্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক।
ইসলামি কর্মতৎপরতা:
মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার সুবাদে তিনি ছোটবেলাতেই আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এবং একইসাথে দীর্ঘদিন ওমানের আরবিয়দের পরিবেশে থাকায় আরবি ভাষাই তার নিত্যদিনের বাহন। তিনি ওমানে সামাজিকভাবে ইসলামিক দাওয়াহ ও শিক্ষাদান কর্মসূচির সাথে যুক্ত আছেন। প্রতিনিয়ত কুরআন, হাদিস, তাফসির অধ্যয়নের পাশাপাশি অনলাইন এবং অনলাইনের বাহিরের বাস্তব জীবনে তিনি ইসলামি শিক্ষা ও মূল্যবোধের প্রচারে বেশ তৎপর।
তিনি আল মানার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য ।
বুদ্ধিবৃত্তিভাবে ইসলামকে অধ্যয়ন এবং কেবল কুরআন, সুন্নাত ও বিশুদ্ধ হাসিসের আলোকে বাংলা ভাষাভাষীগণের নিকট ইসলামের বাণী প্রচার ও প্রচারের ব্রত নিয়ে কয়েকজন যুবক ও চিন্তাবিদের সমন্বয়ে গঠিত আল মানার ইনস্টিটিউটের। নিজের অর্জিত জ্ঞান ও সামর্থ্য দিয়ে তিনি এ প্রতিষ্ঠানকে আরও গতিময় করার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী।
Leave a Reply