আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম
Moderator Avatar

আমিনুল ইসলাম ঢাকার খিলগাঁওতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন যথাক্রমে ফরিদাবাদ ব্যাংক স্কুল এবং ঢাকা কলেজ থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ২০১৩ খ্রিস্টাব্দে অভিবাসন নিয়ে সপরিবারে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন। ব্যক্তিজীবনে আমিনুল ইসলাম অত্যন্ত প্রচারবিমুখ মানুষ।

ইসলামি কর্মতৎপরতা

আমিনুল ইসলাম উস্তাদ নোমান আলী খানের কাছে সরাসরি আল বাইয়েনাহ ড্রিম কুরআনিক অ্যারাবিক প্রোগ্রাম কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন। প্রায় দুই দশক ধরে কুরআনিক অ্যারাবিক শিক্ষার সাথে জড়িত তিনি। বর্তমানে অস্ট্রেলিয়াতে কুরআনিক অ্যারাবিক কোর্স পরিচালনা ও কুরআন গবেষণার কাজে নিয়োজিত আছেন।

তিনি আল মানার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য।

বাংলা ভাষী মুসলিমদের নিকট কুরআন ও সুন্নাহর দাওয়াত পৌঁছানোর জন্য প্রতিষ্ঠিত ‘আল মানার ইনস্টিটিউট’ নিজের জ্ঞান ও দিক-নির্দেশনা দিয়ে তিনি এ প্রতিষ্ঠান এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *