মোহাম্মদ সিয়াম হোসেন (২৮/১০/২০০২) একজন ছাত্র এবং প্রায় সময় তার ছদ্মনাম ‘ইবনে আনিস ইবনে ইসমাইল’ ব্যবহার করে লেখালেখি করে থাকেন। ধর্ম, দর্শন, ইতিহাস,সাহিত্যে অধ্যয়নের ঝোঁক রয়েছে প্রবল। অনুবাদ ও বাংলা সাহিত্যে হাতেখড়ি দিচ্ছেন প্রায় গত ৪ বছর। সাহিত্যের বিভিন্ন শাখায় আগ্রহ থাকলেও; কবিতা লিখতেই তিনি বেশি আনন্দ বোধ করেন। পান্ডুলিপি আকারে তার কাব্য গ্রন্থ রয়েছে।
আলমার ইনস্টিটিউটের তিনি কনিষ্ঠ প্রতিষ্ঠাতা সদস্য। প্রতিষ্ঠানের প্রচার-প্রসারণায় তিনি কাজ করে যাচ্ছেন।
Leave a Reply