মাওলানা উমর ফারুক

মাওলানা উমর ফারুক
Moderator Avatar

মাওলানা মোহাম্মাদ উমর ফারুক ১৯৯৩ খ্রিস্টাব্দে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় ক্বওমি মাদ্রাসা থেকে ট্রাডিশনাল ইসলামি শিক্ষায় ‘দাওরা-হাদিস’ ডিগ্রী সম্পন্ন করেছেন। সিলেট জেলার স্থানীয় ক্বওমি মাদ্রাসা বোর্ডে তিনি কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করেছেন, যা তার অসাধারণ মেধার স্বাক্ষর বহন করে। তাছাড়া মারকাযুদ দাওয়া ওয়াল ইসলামিয়া ঢাকায় তিনি ‘মুশতারাক সালে’ একবছর অধ্যয়ন করেন। শিক্ষাজীবন সম্পন্ন করে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। সিলেট জেলার একাধিক মাদ্রাসার উচ্চতর বিভাগে শিক্ষকতা করেছেন। এরমধ্যে সিলেট শহরস্থ হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা, জামিয়া হুসাইনিয়া টিকরপাড়া, বিয়ানীবাজার দারুল কুরআন শিবনগর মাদ্রাসা কানাইঘাট, কাশিফুল উলুম মাদ্রাসা টুকেরবাজার সিলেট (আরবি ভাষার বিভাগীয় প্রধান) উল্লেখযোগ্য।‌ শিক্ষকতার পাশাপাশি তিনি ইসলামের গবেষণা কাজের সাথে সম্পৃক্ত। মুসলিমদের ধর্মচিন্তা ও ইসলামের মৌলিক বিষয়ে তার রয়েছে অগাধ পাণ্ডিত্য।

ইসলামি কর্মতৎপরতা:

মাওলানা মোহাম্মাদ উমর ফারুক মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি বয়স্ক ও জেনারেল পড়ুয়া ছাত্রদের আরবি ভাষা শিক্ষার জন্য নিজস্ব উদ্যোগে আরবি ভাষা বিভাগ নামে সামাজিক শিক্ষা কার্যক্রম শুরু করেছিলেন, তবে বিভিন্ন সমস্যার কারণে তা আর সামনে এগুতে পারেনি। এছাড়া তিনি অনলাইন ও অফলাইনে ইসলামি শিক্ষা ও প্রচারণামূলক বিভিন্ন আলোচনা করে থাকেন। তিনি একজন দক্ষ অনুবাদক। পবিত্র কুরআনের সরল বাংলা অনুবাদসহ তাফসির তাদাব্বরে কুরআন অনুবাদ কাজে তিনি নিয়োজিত রয়েছেন।

তিনি আল মানার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য।

বাংলা ভাষী মুসলিমদের নিকট কুরআন ও সুন্নাহর দাওয়াত পৌঁছানোর জন্য প্রতিষ্ঠিত আল মানার ইনস্টিটিউট; প্রতিষ্ঠার একেবারে শুরুতে তিনি নিজেকে এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করেন। আরবি ও উর্দু ভাষায় পাণ্ডিত্যের কারণে তিনি বুদ্ধিবৃত্তিকভাবে এ প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করার কাজে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *