আমাদের মিশন
আল্লাহ মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একমাত্র কুরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে ইবাদাতের এই উদ্দেশ্য পূরণ হওয়া সম্ভব। ইবাদতের অংশ হিসেবে নিজের সামর্থ্য ও অবস্থা অনুসারে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেয়াও একজন মুসলিমের অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব পালনের উদ্দেশ্যে “আল মানার ইনস্টিটিউট” প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
প্রতিষ্ঠানের ধরন
আল মানার ইন্সটিটিউট একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।
লক্ষ্য-উদ্দেশ্য
আল মানার ইনস্টিটিউটের নিম্নবর্ণিত লক্ষ্য উদ্দেশ্য অর্জনে নিবেদিত:
১. কুরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেয়া।
২. গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা (প্রাথমিক পর্যায়ে অনলাইনভিত্তিক)।
৩. পবিত্র কুরআনের সরল বাংলা অনুবাদ (যোগসূত্র বাজায় রেখে) করা।
৪. কুরআনের নির্ভরযোগ্য তাফসিরের বাংলা অনুবাদ প্রকাশ করা।
৫. প্রয়োজনীয় ইসলামি বইপত্র-জার্নাল রচনা, অনুবাদ ও প্রকাশ করা।
৬. বিষয়ভিত্তিক ভিডিও নির্মাণ, বাংলা সাবটাইটেল প্রদান এবং বাংলায় ডাবিং করা।
৭. সামর্থ্য মোতাবেক দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিক সাহায্য প্রদান।