Image Not Found

আমাদের মিশন

আল্লাহ মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একমাত্র কুরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে ইবাদাতের এই উদ্দেশ্য পূরণ হওয়া সম্ভব। ইবাদতের অংশ হিসেবে নিজের সামর্থ্য ও অবস্থা অনুসারে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেয়াও একজন মুসলিমের অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব পালনের উদ্দেশ্যে “আল মানার ইনস্টিটিউট” প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
AL MANAR

প্রতিষ্ঠানের ধরন



আল মানার ইন্সটিটিউট একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।

লক্ষ্য-উদ্দেশ্য




আল মানার ইনস্টিটিউটের নিম্নবর্ণিত লক্ষ্য উদ্দেশ্য অর্জনে নিবেদিত: