ভালো ব্যবহারের গুরুত্ব

ভালো ব্যবহারের গুরুত্ব
Moderator Avatar

এক ব্যক্তি রাসুল (স) এর কাছে এসে বললেন, এমন আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। জবাবে রাসুল (স) বললেন, উত্তম কথা বলো এবং (ক্ষুধার্তকে) খাবার দান করো। (সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার: ৪৯০)

খারাপ ব্যবহার পারস্পরিক দ্বন্দ্বের মূল ভিত্তি। আমরা একে অপরের সাথে অবশ্যই দ্বিমত পোষণ করব। এমনকি স্বামী স্ত্রী পরস্পর দ্বিমত পোষণ করবে। রাজনৈতিক কর্মীরা নিজেদের মধ্যে দ্বিমত পোষণ করবে। কিন্তু তা করতে হবে উত্তম ব্যবহারের মাধ্যমে। সমাজে মতভিন্নতা থাকবেই। মতভিন্নতা দোষণীয় নয়। বরং জ্ঞানের জগতের সৌন্দর্য। কিন্তু আমরা যদি নিজেদের জিহ্বায় লাগাম না টানি, মুখে যা আসে তা বলে বেড়াই। তাহলে আমাদের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হবে। ভালো ব্যবহারের মাধ্যমে দ্বিমত পোষণ না করার ফলে ধর্মীয় মহল থেকে সাধারণ পর্যায় সব ক্ষেত্রেই আজ পারস্পারিক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে।

(উস্তাদ জাভেদ আহমেদ গামিদির লেকচারের আলোকে)
অনুবাদ: আল মানার ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *