আল্লাহকে ভয় করার অর্থ কী?

আল্লাহকে ভয় করার অর্থ কী?
Moderator Avatar

কুরআনে আল্লাহ বলেছেন:

আল্লাহকে ভয় করো এবং যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবেই ভয় করো। [আলে ইমরান : ১০২]

ভয় মূলত দুই ধরনের হয়ে থাকে; প্রথমত বিভ্রান্তি থেকে ভয়, যেমন মানুষ ভূতকে ভয় করে। কোনো নির্জন ঘরে যখন কেউ একা থাকে তখন সে বিচলিত হয়ে যায়; এই বিচলতা থেকে ভয় তৈরি হয়। দ্বিতীয়ত জ্ঞানগত ভয় বা সচেতনতার সাথে কোনো বিষয়ে সতর্ক থাকা। যেমন আপনি নদী পার হতে গিয়ে দেখলেন সেতুটি ভাঙা, তখন আপনি সতর্ক হয়ে গেলেন এবং ভাঙা সেতু দিয়ে নদী পার হলেন না। আল্লাহ মূলত আমাদেরকে জ্ঞানগত ভয়ের কথা বলেছেন।

অর্থাৎ একদিন আমাদেরকে আল্লাহর নিকট উপস্থিত হয়ে কৃতকর্মের জবাব দিতে হবে। পৃথিবীতে আমরা যদি অন্যায়-অপকর্ম করে আল্লাহর দরবারে উপস্থিত হই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। তাই আমাদেরকে সতর্কভাবে জীবন যাপন করতে হবে। আর এটাই মূলত আল্লাহকে ভয় করা।

(উস্তাদ জাভেদ আহমেদ গামিদির লেকচারের আলোকে)
অনুবাদ: আল মানার ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *